Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 19th December 2022 Current Affairs in Bengali | 19th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th December 2022 Current Affairs in Bengali | 19th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
19th December 2022 Current Affairs in Bengali | 19th ডিসেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “গোয়ার মুক্তি দিবস” (Goa Liberation Day) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 19th ডিসেম্বর
- 2022 ফুটবল বিশ্বকাপ জিতলো কোন দেশ?
উত্তর:- আর্জেন্টিনা।
- ভারতের সর্ববৃহৎ আধুনিক শিল্প প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর:- কোচি
- সম্প্রতি কোন রাজ্য সরকার “কৌশল রোজগার যোজনা” স্কিম চালু করেছে?
উত্তর:- হরিয়ানা
- সম্প্রতি BWF ফিমেল প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার অফ দ্য ইয়ার কে নির্বাচিত হলেন?
উত্তর:- মনীষা রামদাস
- সম্প্রতি কে ‘কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া’ -এর সভাপতি হিসেবে নির্বাচিত হলেন?
উত্তর:- ডঃ পিসি রথ
- WHO সম্প্রতি কাকে “প্রধান বিজ্ঞানী” পদে নিয়োগ করলো?
উত্তর:- স্যার জেরেমি ফারার (Sir Jeremy Farrar).
- পরবর্তী প্রজন্মের জন্য “বিশ্বের প্রথম তামাক আইন” কোন দেশে পাস হলো?
উত্তর:- নিউজিল্যান্ড
- কোন ভারতীয় চলচ্চিত্র সম্প্রতি দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলো?
উত্তর:- RRR
- কোন কোম্পানি সম্প্রতি GMR দিল্লি বিমানবন্দর দ্বারা ‘সেফটি পারফরমার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ জিতলো?
উত্তর:- স্পাইসজেট (Spice Jet).
- সম্প্রতি শঙ্কর চৌধুরী কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসেবে নিযুক্ত হলেন?
উত্তর:- গুজরাট
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
❏ Current Affairs – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।