Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 19th August 2023 Current Affairs in Bengali Quiz | 19th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th August 2023 Current Affairs in Bengali Quiz | 19th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
19th August 2023 Current Affairs in Bengali Quiz | 19th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. “বিশ্ব মানবিক দিবস” (World Humanitarian Day) কোন দিন পালন করা হয়ে থাকে?
উত্তর:- 19th আগস্ট
2. মালাবার 2023 বহুপাক্ষিক নৌ মহড়ার আয়োজক কোন দেশ কোনটি?
উত্তর:- অস্ট্রেলিয়া
3. ‘জায়েদ তালওয়ার 2023’ অনুশীলনের আয়োজক দেশ কোনটি?
উত্তর:- সংযুক্ত আরব আমিরাত
4. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কগুলিতে জমা করা ‘দাবিহীন আমানত’ খুঁজে পেতে কোন পোর্টাল চালু করেছে?
উত্তর:- অরিজিন পোর্টাল (Origin Portal)
5. কোন ভারতীয় দৌড়বাজ ডোপিংয়ের কারণে 4 বছরের জন্য সাসপেন্ড হয়েছেন?
উত্তর:- দ্যুতি চাঁদ
6. ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস ভবন কোন শহরে উদ্বোধন করা হলো?
উত্তর:- বেঙ্গালুরু
7. U20 বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে কে চতুর্থ ভারতীয় হয়েছেন?
উত্তর:- মোহিত কুমার
8. আন্তর্জাতিক তরুণ ইকো-হিরো পুরস্কার 2023 -এর জন্য কতজন ভারতীয় যুবক মনোনীত হয়েছে?
উত্তর:- 5
9. ইন্ডিয়ান ন্যাশনাল ওশান ইনফরমেশন সার্ভিস সেন্টার নাবিকদের জন্য কোন অ্যাপ চালু করেছে?
উত্তর:- sea
10. কানাডিয়ান ওপেনের শিরোপা কে জিতেছে?
উত্তর:- জনিক পাপী।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।