19th August 2022 Current Affairs in Bengali | 19th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 19th August 2022 Current Affairs in Bengali | 19th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th August 2022 Current Affairs in Bengali | 19th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। এই 19th August 2022 Current Affairs in Bengali | এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

Ajjkal



19th August 2022 Current Affairs in Bengali | 19th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “World Photography Day” কবে পালিত হয়?

উত্তর: 19ই আগস্ট

Note:- এবছরের থিম হলো- “Pandemic Lockdown through the lens”



2. “বিশ্ব মানবতা দিবস” কবে পালিত হয়?

উত্তর:- 19ই আগস্ট

3. কোন ভারতীয় ক্রীড়াবিদ ‘সিঙ্গাপুর ওপেন 2022’ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন?

উত্তর:- পিভি সিন্ধু

4. জাতীয় ই-গভর্ন্যান্স সার্ভিস ডেলিভারি অ্যাসেসমেন্টে কোন কেন্দ্রীয় মন্ত্রকের ওয়েবসাইটটি প্রথম স্থান পেয়েছে?

উত্তর:- স্বরাষ্ট্র মন্ত্রণালয়

5. সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- আশীষকুমার চৌহান

6. কোন রাজ্য সরকার DSEU ছাত্রদের কর্মসংস্থানের সুযোগের জন্য ইউনিসেফের সাথে পাইলট প্রকল্প ঘোষণা করেছে?

উত্তর:- দিল্লি

7. কোন শহরকে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) প্রথম ‘সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী’ ঘোষণা করা হয়েছে?

উত্তর:- বারাণসী

8. 2022 কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে?

উত্তর:- হরমনপ্রীত কৌর

9. কোন দেশ দেশের প্রথম নাগরিকত্ব সংশোধনী বিল পাস করেছে?

উত্তর:- নেপাল

10. কোন ব্যাঙ্ক আয়কর বিভাগের নতুন ই-ফাইলিং পোর্টালের সাথে প্রযুক্তিগত একীকরণ সম্পন্ন করেছে?




উত্তর:- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক

11. কোন ব্যাঙ্ক তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার উন্নতির জন্য ব্যাঙ্ক ইন্দোনেশিয়ার সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে?

উত্তর:- RBI




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।