18th September 2022 Current Affairs in Bengali | 18th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স




Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 18th September 2022 Current Affairs in Bengali | 18th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 18th September 2022 Current Affairs in Bengali | 18th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



18th September 2022 Current Affairs in Bengali | 18th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস” (World Water Monitoring Day) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 18th সেপ্টেম্বর

  1. মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে সম্প্রতি কয়টি চিতাবাঘ ছাড়া হলো?



উত্তর:- 8 টি

  1. কোন ভারতীয় শহরকে 1ম SCO পর্যটন ও সাংস্কৃতিক রাজধানী হিসাবে নামকরণ করা হলো?

উত্তর:- বারাণসী

  1. সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন কতৃক কোন পত্রিকাটি প্রকাশ করা হলো ?

উত্তর:- BLO ই-পত্রিকা (BLO e-Patrika)

  1. 18 সেপ্টেম্বর কোন আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে ?

উত্তর:- আন্তর্জাতিক ই-বুক দিবস (International e-book Day)

  1. প্রায় 70 বছরে পর আগামী 26 সেপ্টেম্বর কোন গ্রহটিকে সবচেয়ে উজ্জ্বল দেখা যাবে ?

উত্তর:- বৃহস্পতি (Jupiter)

  1. কোন কোম্পানি বিশ্বের প্রথম উড়ন্ত বাইক তৈরি করল?

উত্তর:- AERWINS Technologies

  1. সম্প্রতি এয়ার ইন্ডিয়া কোন প্ল্যান লঞ্চ করল?

উত্তর:- Vihan AI

  1. কে সম্প্রতি CSB ব্যাংকের MD এবং CEO হিসাবে নিযুক্ত হলেন ?

উত্তর:- প্রলয় মন্ডল (Pralay Mondal)




  1. রক্তদান অমৃত মহোৎসব সম্প্রতি কে চালু করলেন?

উত্তর:- স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া (Dr. Mansukh Mandaviya)




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।