18th May 2023 Current Affairs Quiz in Bengali | 18th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 18th May 2023 Current Affairs Quiz in Bengali | 18th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 18th May 2023 Current Affairs Quiz in Bengali | 18th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

18th May 2023 Current Affairs Quiz in Bengali | 18th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক জাদুঘর দিবস” (International Museum Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 18th মে

2. ‘যুগে যুগেন ভারত জাতীয় জাদুঘর’ কোথায় স্থাপিত হতে চলেছে? (‘Yuge Yugeen Bharat National Museum’).

উত্তর:- নয়াদিল্লি

3. ভারতের কোন শহরে “উত্তর পূর্ব রাজ্যে ভূমি শাসন” বিষয়ক জাতীয় সম্মেলন আয়োজিত হতে চলেছে?

উত্তর:- অসমের গুয়াহাটি

4. উত্তরাখণ্ডে জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশন ‘হোমিওকন 2023′ -এর উদ্বোধন করলেন কে?

উত্তর:- মুখ্যমন্ত্রী পুকর সিং ধমি

5. কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘হরিত সাগর নির্দেশিকা 2023’ (‘Harit Sagar Guidelines 2023’) চালু করেছে?

উত্তর:- বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়

6. সম্প্রতি ‘আয়ুষ্মান অসম-মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা’ কোন রাজ্য চালু করেছে?

উত্তর:- আসাম

7. ডুরোফ্লেক্স ভারতের কোন ক্রিকেটারকে সম্প্রতি  ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?

উত্তর:- বিরাট কোহলিকে

8. সম্প্রতি UPSC -র চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
P
উত্তর:- মনোজ সোনি

9. জুন-জুলাই মাসে আর্জেন্টিনার কোন ফুটবলার কলকাতায় আসছেন?

উত্তর:- আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

10. মন্ট্রিলের সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট লং ডকুমেন্টারি অ্যাওয়ার্ড‘ পেল কোন ফিল্ম?

উত্তর:- ‘GAURI’

-ঃআরও পড়ুনঃ-

17th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।