18th August 2023 Current Affairs in Bengali Quiz | 18th আগস্ট দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 18th August 2023 Current Affairs in Bengali Quiz | 18th আগস্ট দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 18th August 2023 Current Affairs in Bengali Quiz | 18th আগস্ট দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

18th August 2023 Current Affairs in Bengali Quiz | 18th আগস্ট দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল “My Jungle My Country” নামক ক্যাম্পেইন চালু করেছে?

উত্তর:- আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

2. সম্প্রতি কোথায় “69th Nehru Trophy Boat Race” আয়োজিত হলো?

উত্তর:- কেরালা

3. স্কুলে মোবাইল ফোন ব্যাবহার ব্যান করা হলো কোথায়?

উত্তর:- দিল্লি

4. কোন শহরটি বিশ্বের সবথেকে দূষিত শহরের তকমা পেল?

উত্তর:- ইন্দোনেশিয়ার জাকার্তা।

5. সম্প্রতি কে “Miss Rajasthan 2023” শিরোপা জিতলেন?

উত্তর:- বৈষ্ণবী শর্মা

6. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘Read the Constitution and Live’ ক্যাম্পেইন চালু করলো?

উত্তর:- রাজস্থান

7. “Asian Champions Trophy 2023” জিতলো কোন দেশ?

উত্তর:- ভারত

8. কোথায় ভারতের বৃহত্তম IT Hub প্রতিষ্ঠিত হতে চলেছে?

উত্তর:- লখনৌ

9. কোন শহরে “Global Maritime India Summit 2023” অনুষ্ঠিত হলো?

উত্তর:- নিউ দিল্লি

10. ভারতে কোন রাজ্য প্রথম “Agricultural Data Exchange” লঞ্চ করলো?

উত্তর:- তেলেঙ্গানা।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।