18th August 2022 Current Affairs in Bengali | 18th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 18th August 2022 Current Affairs in Bengali | 18th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 18th August 2022 Current Affairs in Bengali | 18th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal



18th August 2022 Current Affairs in Bengali | 18th আগষ্ট 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. UNFCCC-এর নতুন নির্বাহী সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তরঃ- সাইমন স্টিয়েল

2. প্রথম দুই বছরে শিশুদের বিকাশে ফোকাস করার জন্য শুরু করা জাতীয় প্রচারণার নাম কী?



উত্তর:- পালান 1000

3. ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির উপর ভিত্তি করে কেন্দ্রের যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থার নাম কী?

উত্তর:- ডিজিযাত্রা (DigiYatra)

4. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের কল্যাণের জন্য প্রকল্প চালু করেন?

উত্তর:- সিকিম

5. স্বাধীনতা দিবস, 2022 উপলক্ষে কতজন পুলিশ কর্মীকে পুলিশ পদক দেওয়া হয়েছে?

উত্তর:- 1082

6. সুলতান আজলান শাহ কাপ 2022 কোন দেশ আয়োজন করবে?

উত্তরঃ- মালয়েশিয়া

7. ‘ফোর্বস এশিয়া সেরা এক বিলিয়ন’-এ 24তম সংস্থায় __ স্থান পেয়েছে।

উত্তর:- 4th

8. ২০২২ সালের জুলাই মাসে ভারতের পাইকারি মূল্যস্ফীতি কত?

উত্তর:- 13.93%

9. লিসবন ট্রিয়েনাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়া প্রথম দক্ষিণ এশীয় কে?

উত্তরঃ- মেরিনা তাবাসসুম

10. মানবাধিকার সুরক্ষার জন্য স্বেচ্ছাসেবী ট্রাস্ট ফান্ডে ভারত কতটা অবদান রাখে?




উত্তরঃ- 4 কোটি টাকা




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।