17th July 2023 Current Affairs in Bengali Quiz | 17th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 17th July 2023 Current Affairs in Bengali Quiz | 17th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 17th July 2023 Current Affairs in Bengali Quiz | 17th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

17th July 2023 Current Affairs in Bengali Quiz | 17th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ‘World Emoji Day” কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 17th জুলাই

2. সম্প্রতি ভারতের ৩৬তম ফ্লাইং ট্রেনিং স্কুল কোন রাজ্যে প্রতিষ্ঠিত হলো?

উত্তর:- তামিলনাড়ু

3. সম্প্রতি কে xAI নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি লঞ্চ করলেন?

উত্তর:- এলোন মাস্ক

4. সম্প্রতি কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত হলেন দেবেশ উত্তম?

উত্তর:- লিথুয়ানিয়া

5. সম্প্রতি কোন দেশে ‘Aamrus’ নামে ভারতীয় আম উৎসবের উদ্বোধন করা হলো?

উত্তর:- রাশিয়া

6. সম্প্রতি ITC Ltd-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিয়োজিত হলেন কে?

উত্তর:- সঞ্জীব পুরী

7. সম্প্রতি অনুষ্ঠিত “34th International Biology Olympiad” জিতলো কোন দেশ?

উত্তর:- ভারত

8. Shavkat Mirziyoyev সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হলেন?

উত্তর:- উজবেকিস্তান

9. সম্প্রতি SBI Card-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- অভিজিৎ চক্রবর্তী

10. কোন দেশের সাথে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করতে চলছে তানজানিয়া?

উত্তর:- ভারত।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।