Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 17th January 2023 Current Affairs in Bengali | 17th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 17th January 2023 Current Affairs in Bengali | 17th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
17th January 2023 Current Affairs in Bengali | 17th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি কোন রাজ্য সরকার “সহর্ষ” নামক একটি বিশেষ শিক্ষা কার্যক্রম চালু করেছে?
উত্তর:- ত্রিপুরা
- সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি উন্নয়নশীল দেশগুলিতে চিকিৎসা সরবরাহের জন্য কোন প্রকল্প ঘোষণা করেছেন?
উত্তর:- ‘আরোগ্য মৈত্রী‘
- সম্প্রতি কোন দেশ ‘PayRup’ নামে দ্রুততম পেমেন্ট অ্যাপ লঞ্চ করেছে?
উত্তর:- ভারত
- সম্প্রতি কোন রাজ্য ১২ ঘণ্টায় ৪৫০০টি পেনাল্টি গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললো?
উত্তর:- কেরালা
- খেলো ইন্ডিয়া সিনিয়র জাতীয় মহিলা খো খো লীগ সম্প্রতি কোথায় আয়োজিত হচ্ছে?
উত্তর:- চণ্ডীগড়
- সম্প্রতি হারবালাইফ (Herbalife) -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- স্মৃতি মান্দানা
- সম্প্রতি ‘জয়পুর ফিল্ম ফেস্টিভ্যাল’-এ কে আজীবন সম্মাননা পেলেন?
উত্তর:- অপর্ণা সেন
- সম্প্রতি কোন দেশের প্রাক্তন এবং শেষ রাজা কনস্টানটাইন প্রয়াত হলেন?
উত্তর:- গ্রীস
- সম্প্রতি ECIL -এর CMD হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- অনুরাগ কুমার
- কোন ফিল্মটি সম্প্রতি অস্কার 2023 এর জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে?
উত্তর:- কাশ্মীর ফাইল
- সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, 2022 সালে ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি?
উত্তর:- দিল্লী
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।