17th February 2023 Current Affairs in Bengali | 17th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

ww2

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 17th February 2023 Current Affairs in Bengali | 17th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 17th February 2023 Current Affairs in Bengali | 17th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

17th February 2023 Current Affairs in Bengali | 17th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি কোন রাজ্যে “জল জন অভিযান” (Jal Jan Abhiyan) -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

উত্তর:- রাজস্থান

  1. সম্প্রতি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিলেন?

উত্তর:- বিচারপতি নংমেইকাপাম কোটিশ্বর সিং

  1. T20 আন্তর্জাতিকে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় মহিলা বোলার কে হলেন?

উত্তর:- দীপ্তি শর্মা

  1. কোন কোম্পানি বিশ্বের প্রথম স্যাটেলাইট-ভিত্তিক দ্বিমুখী বার্তা ব্যবস্থা চালু করলো?

উত্তর:- Qualcomm.

  1. সম্প্রতি প্রকাশিত “Highest Paid Athlete in 2021-22” তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কে?

উত্তর:- লিওনেল মেসি

  1. সম্প্রতি কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হলো ক্রিকেটার যশতিকা ভাটিয়া ও রেনুকা সিং ঠাকুর?

উত্তর:- Hyundai Motor India.

  1. “23rd India International Seafood Show” (IISS) অনুষ্ঠিত হতে চলেছে কোন শহরে?

উত্তর:- কলকাতা

  1. সম্প্রতি “President’s Colour Award” লাভ করলো কোন রাজ্যের পুলিশ প্রশাসন?

উত্তর:- হরিয়ানা

  1. অবৈধ খনন বন্ধ করতে সম্প্রতি “খনন প্রহরী” নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন মন্ত্রক?

উত্তর:- কেন্দ্রীয় কয়লা মন্ত্রালয়।

  1. সম্প্রতি নয়াদিল্লিতে জাতীয় আদি মহোৎসবের উদ্বোধন করলেন কে?

উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।