Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 16th September 2023 Current Affairs in Bengali Quiz | 16th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th September 2023 Current Affairs in Bengali Quiz | 16th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
16th September 2023 Current Affairs in Bengali Quiz | 16th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুন 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুলাই 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ আগষ্ট 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সন্দীপ বক্সী সম্প্রতি কোন ব্যাঙ্কের MD এবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন?
উত্তর:- ICICI Bank.
2. সম্প্রতি ‘Bharat Drone Shakti 2023’ সংগঠিত হলো কোন শহরে?
উত্তর:- গাজিয়াবাদ
3. সম্প্রতি কোন দেশ ICC ODI Rankings -এ শীর্ষস্থানে রয়েছে কোন দেশ?
উত্তর:- অস্ট্রেলিয়া
4. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারতের কত গুলি জায়গায় বিশ্বকর্মা যোজনা চালু হতে চলছে?
উত্তর:- ৭০টি জায়গায়
5. সম্প্রতি অনুষ্ঠিত “5th National Wheelchair Rugby Championship” জিতলো কোন রাজ্য?
উত্তর:- মহারাষ্ট্র
6. সম্প্রতি প্রয়াত হওয়া উস্তাদ আলী জাকি হাদের কোন বাদ্যযন্ত্র বাজাতেন?
উত্তর:- রুদ্র বীণা
7. সম্প্রতি NASSCOM -এর ভাইস চেয়ারপারসন পদে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- সিন্ধু গঙ্গাধরন।
8. ভারতের প্রাক্তন সৈনিক ও শহীদদের কল্যাণে “Project Naman” চালু করা হয়েছে কাদের জন্য?
উত্তর:- ইন্ডিয়ান আর্মি
9. সম্প্রতি কে “Lifetime Achievement Award-Academia” অ্যাওয়ার্ড পেলেন?
উত্তর:- নাজমা আখতার।
10. সম্প্রতি কোথায় মহাত্মা গান্ধীর ১২ ফুট লম্বা মূর্তির উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?
উত্তর:- নিউ দিল্লিতে।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।