Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 16th September 2022 Current Affairs in Bengali | 16th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th September 2022 Current Affairs in Bengali | 16th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।

16th September 2022 Current Affairs in Bengali | 16th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. “National Heroes Day” কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 15th সেপ্টেম্বর
2. কোথায় জাতীয় প্রতিরক্ষা MSME কনক্লেভ এবং প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর:- কোটা, রাজস্থান
3. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কোন প্রকল্প চালু করেছেন? উত্তর: মুখ্যমন্ত্রীর প্রাতঃরাশ প্রকল্প
4. সম্প্রতি কোন সম্প্রদায়কে ST তালিকায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে?
উত্তর:- হাট্টি সম্প্রদায় (Hatti Community)
5. তামিলনাড়ুর 17 তম পাখি অভয়ারণ্য কোথায় প্রতিষ্ঠিত হতে চলেছে ?
উত্তর:- নাঞ্জারায়ণ ট্যাঙ্ক (Nanjarayan Tank)
6. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালিত হয়?
উত্তর:- ১৫ সেপ্টেম্বর
7. বুর্জিল হোল্ডিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- শাহরুখ খান (Shah Rukh Khan)
8. কোন স্টার্টআপ সম্প্রতি SEBI দ্বারা IPO-র জন্য অনুমোদিত হয়েছে?
উত্তর:- শচীন বানসালের নাভি টেকনোলজিস
9. ভারতপি কর্তৃক স্বাধীন পরিচালক হিসাবে কাদের নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- বিপি কানুনগো ও কৌশিক দত্ত
10. সম্প্রতি কোন সাইবার সিকিউরিটি কোম্পানি গুগল অধিগ্রহণ করেছে?
উত্তর:- Mandiant Inc
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।