16th October 2023 Current Affairs in Bengali Quiz | 16th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 16th October 2023 Current Affairs in Bengali Quiz | 16th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th October 2023 Current Affairs in Bengali Quiz | 16th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

16th October 2023 Current Affairs in Bengali Quiz | 16th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

1. কোন ভারতীয় খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন?

উত্তর:- রোহিত শর্মা

2. সম্প্রতি কেরালার প্রথম 3D প্রিন্টেড বিল্ডিংয়ের উদ্বোধন হলো কোন স্থানে?

উত্তর:- তিরুবনন্তপুরম

3. ভারতের কোন শহর প্রথম “Wetland City” হতে চলেছে?

উত্তর:- উদয়পুর

4. ODI World Cup -এর ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন?

উত্তর:- রোহিত শর্মা

5. উত্তর প্রদেশের প্রথম “Solar City” হতে চলছে কোন শহর?

উত্তর:- অযোধ্যা

6. সম্প্রতি তামিলনাড়ুর কোন স্থান থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ফেরি সার্ভিস চালু করতে চলছে ভারত?

উত্তর:- নাগাপট্টিনম

7. সম্প্রতি অনুষ্ঠিত “Asian Games 2023” -এ ভারত মোট কত গুলি মেডেল জিতেছে?

উত্তর:- ১০৭টি

8. সম্প্রতি কোন রাজ্যের কাজু বাদাম GI Tag পেল?

উত্তর:- গোয়া

9. সম্প্রতি কোন রাজ্য সরকার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “Chief Minister’s Breakfast Scheme” চালু করেছে?

উত্তর:- তেলেঙ্গানা

10. সম্প্রতি কোন রাজ্য সরকার “মুখ্যমন্ত্রী লোক সেবক আরোগ্য যোজনা” লঞ্চ করলো?

উত্তর:- আসাম।

11. “বিশ্ব খাদ্য দিবস” (World Food Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 16th অক্টোবর

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।