16th October 2022 Current Affairs in Bengali | 16th অক্টোবর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 16th October 2022 Current Affairs in Bengali | 16th অক্টোবর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th October 2022 Current Affairs in Bengali | 16th অক্টোবর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

16th October 2022 Current Affairs in Bengali | 16th অক্টোবর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “বিশ্ব খাদ্য দিবস” (World Food Day) কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 16th অক্টোবর

  1. কুয়েতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিয়োজিত হলেন ?

উত্তর:- আদর্শ স্বয়িকা (Aadarsh Swaika).

  1. কার্ড ডিভাইসগুলি রোল আউট করার জন্য Paytm কোন ব্যাঙ্কের সাথে সহযোগিতা করেছে?

উত্তর:- জন স্মল ফাইন্যান্স ব্যাংক (Jana Small Finance Bank).

  1. কোন বিমানবন্দর বিশ্বের বৃহত্তম এয়ারবাস A380 কে স্বাগত জানানোর জন্য প্রস্তুত করা হয়েছে ?

উত্তর:- বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর

  1. মহারাষ্ট্রের বন্যপ্রাণী শুভেচ্ছাদূত হিসেবে কাকে নিযুক্ত করা হলো ?

উত্তর:- রাভিনা ট্যান্ডন (Raveena Tandon).

  1. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি শহীদ সৈনিক কল্যাণ তহবিলের জন্য কোন ওয়েবসাইট লঞ্চ করলেন ?

উত্তর:- ‘Son of Mother Bharati’

  1. কোন রাজ্য সম্প্রতি ‘মেঘ কায়াক উৎসব’ আয়োজন করতে চলছে?

উত্তর:- মেঘালয় (Meghalaya).

  1. করুর বৈশ্য ব্যাঙ্কে (Karur Vysya Bank)-র Non-Executive পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- কেজি মোহন (KG Mohan).

  1. সম্প্রতি কোন কোম্পানি 75F স্মার্ট ইনোভেশন ইন্ডিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করলো?

উত্তর:- টাটা পাওয়ার ট্রেডিং কোম্পানি (Tata Power Trading Company).

  1. কোন কোম্পানি সম্প্রতি ভারতে “Play Points Rewards Program” চালু করলো ?

উত্তর:- গুগল (Google).

  1. সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (Global Hunger Index 2022) -এ ভারতের স্থান কত?

উত্তর:- 107 তম

  1. সম্প্রতি 72 বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা রবি কোলট্রেন, তিনি কোন বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন?

উত্তর:- হ্যারি পটার

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।