16th November 2023 Current Affairs in Bengali Quiz | 16th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 16th November 2023 Current Affairs in Bengali Quiz | 16th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th November 2023 Current Affairs in Bengali Quiz | 16th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

16th November 2023 Current Affairs in Bengali Quiz | 16th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ভারতের কোন শহর দীপাবলির প্রাক্কালে 22.23 লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করেছে?

উত্তর:- অযোধ্যা

2. মাউন্ট এভারেস্টের 21,500 ফুট কাছ থেকে স্কাইডাইভ করা প্রথম মহিলা হলেন কে?

উত্তর:- শীতল মহাজন (Sheetal Mahajan)

3. ICC -এর ‘হল অফ ফেম’ -এ অন্তর্ভুক্ত হওয়া প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে?

উত্তর:- ডায়ানা এডুলজি (Diana Edulji).

4. ভারতীয় রেলের “ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট” উদ্যোগ বর্তমানে কয়টি স্টেশনে চালু হয়েছে?

উত্তর:- 1,037 টি

5. ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- ডেভিড ক্যামেরন (David Cameron)

6. সম্প্রতি কোন দেশের ক্রিকেট বোর্ডকে ICC সাসপেন্ড করেছে?

উত্তর:- শ্রীলঙ্কা

7. সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা কে যিনি সম্প্রতি প্রয়াত হলেন?

উত্তর:- সুব্রত রায়

8. সম্প্রতি আসামের কোন কোন রেলওয়ে স্টেশন ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেটে ভূষিত হলো?

উত্তর:- মরিয়ানি এবং রঙ্গিয়া রেলওয়ে স্টেশন

9. সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু পারমাণবিক গবেষণা চুল্লি কোথায় স্থাপিত হলো?

উত্তর:- বলিভিয়া

10. 2025 সালে ২৪ তম “এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ” -এর আয়োজক দেশ কোনটি?

উত্তর:- বাংলাদেশ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।