Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 16th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 16th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 16th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ।
16th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 16th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যুইজ
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনার জন্য 8,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছেন?
উত্তর:- অমিত শাহ (Amit Shah).
2. কোন রাজ্য সরকার রাজ্যের পদ্ম পুরস্কারপ্রাপ্তদের জন্য মাসিক পেনশন ঘোষণা করেছে?
উত্তর:- হরিয়ানা
3. MyGovIndia-র তথ্য অনুযায়ী কোন দেশ গ্লোবাল ডিজিটাল পেমেন্টের র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে?
উত্তর:- ভারত
4. কোন ভারতীয় ছবি “Health for All” ডকুমেন্টারি বিভাগে WHO-এর বিশেষ পুরস্কার জিতেছে?
উত্তর:- ‘When Climate Change Turns Violent’.
5. সম্প্রতি 86 বছর বয়সে প্রয়াত হলেন সিলভিও বারলুসকোনি তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর:- ইতালি
6. “Epson India” তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করেছে?
উত্তর:- অভিনেত্রী রশ্মিকা মান্দানা -কে।
7. RSL ক্রিস্টোফার ব্ল্যান্ড পুরস্কার 2023 জিতলেন কে?
উত্তর:- বিখ্যাত অভিনেতা-লেখক প্যাটারসন জোসেফ।
8. সম্প্রতি 89 বছর বয়সে প্রয়াত হলেন পুলিৎজার পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক কর্ম্যাক ম্যাকার্থি তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন?
উত্তর:- আইল্যান্ডে
9. সম্প্রতি NHPC লিমিটেড ইন্ডিয়ার ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- উত্তম লাল
10. “2023 ইকবাল মসিহ অ্যাওয়ার্ড” জিতলেন কে?
উত্তর:- চাইল্ড রাইট অ্যাডভোকেট ললিতা নটরাজন।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।