Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 16th July 2023 Current Affairs in Bengali Quiz | 16th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th July 2023 Current Affairs in Bengali Quiz | 16th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
16th July 2023 Current Affairs in Bengali Quiz | 16th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সম্প্রতি কোন রাজ্যে “অথুর পান” GI সার্টিফিকেট পেয়েছে?
উত্তর:- তামিলনাড়ুর
2. সম্প্রতি কোন রাজ্যে “গজহ কোঠা” প্রকল্প চালু করা হয়েছে?
উত্তর:- আসাম
3. দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটি একটি প্রোগ্রাম চালু করেছে, এর নাম কি?
উত্তর:- একলব্য
4. 2023 সালের “লোকমান্য তিলক পুরস্কার” -এ কে সম্মানিত হবেন?
উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
5. ওড়িশা টিভি ভারতের প্রথম এআই রোবট নিউজ সঞ্চালকের সাহায্যে সংবাদ পরিবেশন করে, এই রোবট নিউজ সঞ্চালকের নাম কী?
উত্তর:- লিসা (Lisa).
6. উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) -এর সদস্যপদ পাবে কোন দেশ?
উত্তর:- সুইডেন
7. WHO-এর 9টি অগ্রাধিকারের রোগের তালিকাভুক্ত কোন রোগটি ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে?
উত্তর:- ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভার।
8. কে “সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনস (CBC)” এর মাল্টিমিডিয়া প্রদর্শনী উদ্বোধন করেন?
উত্তর:- জিতেন্দ্র সিং (Jitendra Singh).
9. সম্প্রতি 77 বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা রবীন্দ্র মহাজানি, তিনি কোন ভাষার অভিনেতা ছিলেন?
উত্তর:- মারাঠি ভাষার।
10. IIT-এর প্রথম মহিলা Director হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- ডঃ প্রীতি আগলায়ম (Dr. Preethi Agalayam).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।