16th January 2024 Current Affairs in Bengali Quiz | 16th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 16th January 2024 Current Affairs in Bengali Quiz | 16th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th January 2024 Current Affairs in Bengali Quiz | 16th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

16th January 2024 Current Affairs in Bengali Quiz | 16th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি ভারতের 43তম অ্যান্টার্কটিক অভিযানে কোন দুটি দেশের বিজ্ঞানীরা যোগ দিয়েছিলেন?

উওর:- মরিশাস এবং বাংলাদেশ

2. ইন্ডিয়ান আর্মি কোন সালটিকে “Year of Technology Absorption” হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে?

উওর:- 2024 সালকে

3. ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ “অটল সেতু” কোন শহরে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

উওর:- মুম্বাই

4. সম্প্রতি প্রকাশিত “হেনলি পাসপোর্ট সূচক ২০২৪” অনুসারে ভারতের র‍্যাঙ্ক কত?

উওর:- ৮০তম

5. সম্প্রতি কোন রাজ্য সরকার “রামলালা দর্শন স্কিম” লঞ্চ করলো?

উওর:- ছত্তিশগড়

6. সম্প্রতি ভারতীয় রেলওয়ে বোর্ডের সেক্রেটারি পদে কাকে নিযুক্ত করা হয়েছে?

উওর:- অরুন নায়ের

7. সম্প্রতি প্রকাশিত “Modi: Energising A Green Future” শিরোনামে বইটি কে প্রকাশ করলেন?

উওর:- ভূপেন্দ্র যাদব

8. সম্প্রতি “World Trade Organisation” (WTO)- এ ভারতের রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হলো?

উওর:- সেন্থিল পান্ডিয়ান

9. সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী পদে পুনরায় কে নির্বাচিত হলেন?

উওর:- শেরিং তোবগে (Tshering Tobgay)

10. সম্প্রতি কোন দেশ কুকুরের মাংসের ব্যবসা ব্যান করলো?

উওর:- দক্ষিণ কোরিয়া।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।