16th December 2023 Current Affairs in Bengali Quiz | 16th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 16th December 2023 Current Affairs in Bengali Quiz | 16th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 16th December 2023 Current Affairs in Bengali Quiz | 16th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

16th December 2023 Current Affairs in Bengali Quiz | 16th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. কোন প্রতিষ্ঠান ভারতে বায়ু দূষণ সংকট মোকাবিলায় একটি কর্মসূচি লঞ্চ করেছে?

উত্তর:- বিশ্বব্যাংক (World Bank).

2. BCCI ভারতের কোন ক্রিকেটারের জন্য ‘অর্জুন পুরস্কার’ সুপারিশ করেছে?

উত্তর:- মহম্মদ শামি

3. T20 ক্রিকেটে ভারতের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 2,000 রান পূরণ করলেন কে?

উত্তর:- সূর্যকুমার যাদব

4. শ্রীলঙ্কার অর্থনীতির উন্নতির জন্য IMF কত মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করতে চলছে?

উত্তর:- 337 মিলিয়ন

5. ভারত সম্প্রতি 2023 সালের ডিসেম্বরে কোন দেশের সাথে তার 50 বছর কূটনৈতিক সম্পর্কের উদযাপন করেছে?

উত্তর:- কোরিয়া প্রজাতন্ত্র (Republic of Korea).

6. সম্প্রতি কোন দেশে ‘তিরুভাল্লুভার’ নিবেদিত একটি মূর্তি উন্মোচন করা হয়েছে?

উত্তর:- ফ্রান্স

7. 2023 সালে গুগলের শীর্ষ 10 জন ক্রীড়াবিদদের তালিকায় একমাত্র ভারতীয় ক্রিকেটার কে?

উত্তর:- শুভমান গিল

8. সংসদের শীতকালীন অধিবেশনের অবশিষ্ট সময়ের জন্য কোন TMC সাংসদকে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে?

উত্তর:- নুসরাত জাহান রুহি

9. IPL 2024 -এর জন্য কলকাতা নাইট রাইডার্স কোন খেলোয়াড়কে তাদের অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে?

উত্তর:- শ্রেয়াস আইয়ার

10. কোন ব্রিটিশ ভারতীয় সুরকারকে 2024 সালের বুকার পুরস্কার বিচারক প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর:- নিতিন সাহনি

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।