15th November 2023 Current Affairs in Bengali Quiz | 15th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 15th November 2023 Current Affairs in Bengali Quiz | 15th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th November 2023 Current Affairs in Bengali Quiz | 15th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

15th November 2023 Current Affairs in Bengali Quiz | 15th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন রাজ্য সরকার চাকরি ক্ষেত্রে সংরক্ষণকে বাড়িয়ে 75% করেছে?

উত্তর:- বিহার

2. ভারতের কোন শহরকে সম্প্রতি UNESCO ‘সিটি অফ মিউজিক’ (City of Music) হিসেবে ঘোষণা করেছে?

উত্তর:- গোয়ালিয়র

3. ভারতের কোন শহর সম্প্রতি UNESCO কর্তৃক ‘সাহিত্যের শহর’ উপাধি পেয়েছে?

উত্তর:- কেরালার কোঝিকোড়ে

4. সম্প্রতি লোকসভার নীতিশাস্ত্র কমিটি কোন সংসদ সদস্যকে বহিষ্কারের সুপারিশ করে একটি প্রতিবেদন গ্রহণ করেছে?

উত্তর:- মহুয়া মৈত্র

5. গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত ‘অ্যাবন্ডেন্স ইন মিল্টস’ (Abundance in Millets) গানের গায়ক কে?

উত্তর:- ফাল্গুনী শাহ (Falguni Shah)

6. ডাবর (Dabur) কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- সুশীল চন্দ্র

7. upci এর দ্বারা upi safety Ambassador হিসেবে সম্প্রতি কোন অভিনেতাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- পঙ্কজ ত্রিপাঠী

8. সম্প্রতি Amazon Web series এবং Ibm ভারতের কোথায় একটি ইনোভেশন ল্যাব চালু করেছে?

উত্তর:- ব্যাঙ্গালোর

9. সম্প্রতি CBI -এর জয়েন্ট ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?

উত্তর:- ভি চন্দ্রশেখর

10. ‘অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া’ -এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- ভেঙ্কট নাগেশ্বর চালাসানি।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।