Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 15th May 2023 Current Affairs Kolkata Police Exam | 15th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th May 2023 Current Affairs Kolkata Police Exam | 15th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
15th May 2023 Current Affairs Kolkata Police Exam | 15th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. “আন্তর্জাতিক পরিবার দিবস” কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 15th মে
2. ভারতের কোন রাজ্য প্রথম “State Robotics Framework” লঞ্চ করলো?
উত্তর:- তেলেঙ্গানা
3. জনপ্রিয় “গুচি ফ্যাশন ব্র্যান্ড” সম্প্রতি কাকে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছে?
উত্তর:- আলিয়া ভাট।
4. সম্প্রতি “Poshan Bhi Padhai Bhi” ক্যাম্পেইন করেছেন কে?
উত্তর:- স্মৃতি ইরানি
5. “Power Finance Corporation” -এর পরবর্তী চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- পারমিন্দর চোপড়া
6. “খেলো ইন্ডিয়া” ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণ আয়োজিত হতে চলেছে কোন রাজ্যে?
উত্তর:- উত্তর প্রদেশ
7. 36 বছরের পরিষেবার পরে সম্প্রতি কোন ভারতীয় নৌ জাহাজকে বাতিল করা হলো?
উত্তর:- INS Magar.
8. শিশুদের জন্য “ডিজিটাল স্বাস্থ্য কার্ড” (Digital Health Cards) প্রদানকারী প্রথম রাজ্য কোনটি?
উত্তর:- উত্তরপ্রদেশ
9. সম্প্রতি প্রকাশিত লেটেস্ট TIME ম্যাগাজিনের কভারে স্থান পেলেন কোন ভারতীয় অভিনেত্রী?
উত্তর:- দীপিকা পাডুকোন
10. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “Geeta Karmikula Bima Scheme” লঞ্চ করলেন?
উত্তর:- তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।