15th March 2023 Daily Current Affairs Quiz in Bengali | 15th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 15th March 2023 Daily Current Affairs Quiz in Bengali | 15th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th March 2023 Daily Current Affairs Quiz in Bengali | 15th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

15th March 2023 Daily Current Affairs Quiz in Bengali | 15th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতিবছর “World Consumer Rights Day” কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 15th মার্চ

  1. 2023 সালে কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) পর্যটন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করবে?

উত্তর:- ভারত

  1. সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) পর্যটন মন্ত্রীদের বৈঠক ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে?

উত্তর:- বারাণসী

  1. সম্প্রতি কোথায় ‘ভিক্ষুক-মুক্ত শহর’ (Beggar Free City) নামে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে?

উত্তর:- মহারাষ্ট্রের নাগপুরে

  1. মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023 -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কারা মনোনীত হলেন?

উত্তর:- মেরি কম ও ফারহান আখতার

  1. ‘La Perouse’ অনুশীলনের তৃতীয় সংস্করণ কোন দেশ আয়োজন করতে চলছে?

উত্তর:- ফ্রান্স

  1. ফেব্রুয়ারী মাসের জন্য “ICC Men’s Player of the Month” পুরষ্কার জিতলো কোন খেলোয়াড়?

উত্তর:- ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক।

  1. ফেব্রুয়ারী মাসের জন্য “ICC Women’s Player of the Month” পুরষ্কার জিতলো কোন খেলোয়াড়?

উত্তর:- অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাশলে গার্ডনার।

  1. সম্প্রতি G20 ফ্লাওয়ার ফেস্টিভ্যাল কোন শহরে আয়োজিত হচ্ছে?

উত্তর:- নয়াদিল্লি

  1. সম্প্রতি কোথায় প্রথম মিথানল চালিত বাস উদ্বোধন করলেন নীতিন গডকরি?

উত্তর:- বেঙ্গালুরু।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।