15th January 2023 Current Affairs in Bengali | 15th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 15th January 2023 Current Affairs in Bengali | 15th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th January 2023 Current Affairs in Bengali | 15th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

15th January 2023 Current Affairs in Bengali | 15th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারতীয় সেনা দিবস (Indian Army Day) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 15th জানুয়ারী

  1. ভারতীয় নির্বাচন কমিশন মৈথিলী ঠাকুর কে কোন রাজ্যের “স্টেট আইকন” হিসেবে নির্বাচন করল?

উত্তর:- বিহার

  1. কোন রাজ্যে ‘Bailey Suspension Bridge’ এর উদ্বোধন করা হয়েছে?

উত্তর:- জম্মু ও কাশ্মীর

  1. সম্প্রতি শান্তি কুমারীকে কোন রাজ্যের নতুন মুখ্যসচিব নিযুক্ত করা হলো?

উত্তর:- তেলেঙ্গানা

  1. সম্প্রতি মারা যাওয়া গায়িকা লিসা মেরি প্রিসলি কোন দেশের বাসিন্দা?

উত্তর:- আমেরিকা

  1. টাটা পাওয়ার কোন শহরে হাউজিং সোসাইটির জন্য ভারতের প্রথম সোলার প্ল্যান্ট স্থাপন করতে চলছে?

উত্তর:- মুম্বাই

  1. 2023 সালে হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান কত?

উত্তর:- ৮৫টি

  1. NASA-এর নতুন প্রধান প্রযুক্তিবিদ হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- AC Charania

  1. কোন কোম্পানি ভারতের জন্য প্রথম 5G -সক্ষম ড্রোন তৈরি করলো?

উত্তর:- আইজি ড্রোন

  1. নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেল সেরা পরিচালক বিজয়ী কে হলেন?

উত্তর:- এস এস রাজামৌলি

  1. গঙ্গার সুর সারিতা-সিম্ফনি গ্র্যান্ড সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলছে কোন শহর?

উত্তর:- বারাণসী

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।