Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 15th December 2023 Current Affairs in Bengali Quiz | 15th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th December 2023 Current Affairs in Bengali Quiz | 15th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
15th December 2023 Current Affairs in Bengali Quiz | 15th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুন 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুলাই 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ আগষ্ট 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ সেপ্টেম্বর 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. লালদুহোমা (Lalduhoma) সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন?
উত্তর:- মিজোরাম
2. বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণ করার লক্ষ্যে সম্প্রতি কোন রাজ্য ‘মহা লক্ষ্মী স্কিম’ চালু করেছে? (Maha Lakshmi scheme).
উত্তর:- তেলেঙ্গানা
3. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) স্বাস্থ্যসেবা এবং শিক্ষার জন্য UPI পেমেন্ট সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত করেছে?
উত্তর:- ৫ লক্ষ টাকা
4. সিয়াচেন হিমবাহের ‘অপারেশনাল পোস্টে’ কে প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত হলেন?
উত্তর:- ফাতিমা ওয়াসিম (Fatima Wasim).
5. ব্যাস সম্মান 2023 (Vyas Samman 2023) এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে?
উত্তর:- পুষ্প ভারতী (Pushpa Bharti)
6. সম্প্রতি কোন অভিনেতা ইতালির মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন?
উত্তর:- কবির বেদী (Kabir Bedi)
7. পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হলেন?
উত্তর:- ডোনাল্ড টাস্ক (Donald Tusk)
8. ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া “Winbax-2023” আয়োজিত হচ্ছে?
উত্তর:- ভিয়েতনাম
9. 2023 সালের নভেম্বরের ICC Women’s Player of the Month কে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- নাহিদা আক্তার।
10. কোন দেশের NGO ‘আন্তর্জাতিক লিঙ্গ সমতা পুরস্কার’ 2023 -এ সম্মানিত হয়েছে?
উত্তর:- আফগানিস্তান।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।