15th August 2023 Current Affairs in Bengali Quiz | 15th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 15th August 2023 Current Affairs in Bengali Quiz | 15th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th August 2023 Current Affairs in Bengali Quiz | 15th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

15th August 2023 Current Affairs in Bengali Quiz | 15th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. 15th আগস্ট 2023 ভারতের কত তম স্বাধীনতা  দিবস পালিত হলো?

উত্তর:- 76 তম বর্ষপূর্তি উপলক্ষে 77 তম স্বাধীনতা দিবস পালিত হলো।

2. “ন্যাশনাল স্পেস ডিসকভারি চ্যালেঞ্জ 2023” চালু করলো কোন সংস্থা?

উত্তর:- ISRO

3. ‘জল জীবন সার্ভেকশান 2023’ Raking কোন শহর শীর্ষে আছে?

উত্তর:- শ্রীনগর

4. 2024 গ্লোবাল ইনভেস্টর কনফারেন্স (GMI) অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তর:- চেন্নাই, তামিলনাড়ু

5. বিখ্যাত তামিল দার্শনিক “তিরুভাল্লুভার” এর 20 ফুট লম্বা মূর্তি কোন শহরে নির্মিত হলো?

উত্তর:- কোয়েম্বাটোর, তামিলনাড়ু

6. “আমার ভূমি আমার দেশ” উদ্যোগটি চালু করা হয়েছে কোথায়?

উত্তর:- আন্দামান ও নিকোবর

7. 2023 সালের মালাবার যৌথ নৌ মহড়া কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?

উত্তর:- অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত

8. বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- মঞ্জুষা দেশপান্ডে

9. আমেরিকার সর্বোচ্চ GARC পুরস্কার কে জিতেছেন?

উত্তর:- নেপালের প্রখ্যাত সমাজকর্মী সরস্বতী

10. নাইজারের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- আলী লামিন।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।