14th November 2023 Current Affairs in Bengali Quiz | 14th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 14th November 2023 Current Affairs in Bengali Quiz | 14th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 14th November 2023 Current Affairs in Bengali Quiz | 14th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

14th November 2023 Current Affairs in Bengali Quiz | 14th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে “শিশু দিবস” (Children’s Day) কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 14th নভেম্বর।

2. “বিশ্ব ডায়াবেটিস দিবস” (World Diabetes Day) কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 14th নভেম্বর

3. সুপ্রিম কোর্ট আতশবাজিতে কোন কোন রাসায়নিক দ্রব্যের ব্যবহারে দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছে?

উত্তর:- বেরিয়াম এবং অন্যান্য নিষিদ্ধ রাসায়নিক দ্রব্যের

4. ভারতীয় বিমান বাহিনী কোন দেশে “এয়ার শো” করার জন্য পৌঁছেছে?

উত্তর:- দুবাই

5. সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার ‘আবুয়া বীর দিশা অভিযান’ চালু করেছে?

উত্তর:- ঝাড়খন্ড

6. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কোন রাজ্যে ১২টি GST সেবা কেন্দ্র চালু করেছেন?

উত্তর:- গুজরাট

7. ভারতীয় কোস্ট গার্ডের কোন জাহাজটিকে সম্প্রতি বন্ধ করা হয়েছে?

উত্তর:- সংগ্রাম

8. গ্র্যামি পুরষ্কার 2024 -এ সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্সের জন্য মনোনীত হয়েছে কোনটি?

উত্তর:- ‘অ্যাবন্ডেন্স ইন মিল্টস‘

9. সম্প্রতি 92 বছর বয়সে প্রয়াত P.B. আচার্য কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?

উত্তর:- নাগাল্যান্ডের

10. অক্টোবর ২০২৩ -এ পুরুষ বিভাগে ICC প্লেয়ার অফ দ্য মান্থ কারা নির্বাচিত হয়েছেন?

উত্তর:- নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।