14th February 2023 Current Affairs in Bengali | 14th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 14th February 2023 Current Affairs in Bengali | 14th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 14th February 2023 Current Affairs in Bengali | 14th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

14th February 2023 Current Affairs in Bengali | 14th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- ডাঃ বি.ডি. মিশ্র (Dr B.D. Mishra).

  1. সম্প্রতি কোন দেশ “World Government Summit 2023” হোস্ট করতে চলছে?

উত্তর:- দুবাই

  1. ইংল্যান্ডের কোন ক্রিকেটার সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন?

উত্তর:- ইয়ন মরগান (Eoin Morgan).

  1. কোন রাজ্য সরকার সম্প্রতি “ফ্যামিলি আইডি – ওয়ান ফ্যামিলি ওয়ান আইডেন্টিটি” পোর্টাল চালু করেছে?

উত্তর:- উত্তর প্রদেশ

  1. সম্প্রতি “Aero India 2023” উদ্বোধন করলেন কে?

উত্তর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  1. “Aero India 2023” -এর থিম কী?

উত্তর:- “Aero India 2023” -এর থিম- ‘The Runway to Billion Opportunities’.

  1. বন্দে ভারত এক্সপ্রেসের নতুন সংস্করণ মুম্বাই এবং কোন তীর্থস্থানকে সংযুক্ত করবে?

উত্তর:- সাইনগর শিরডি (Sainagar Shirdi).

  1. কোন ভারতীয় অধিনায়ক 3টি ফরম্যাটে শতরান করার জন্য প্রথম ভারতীয় অধিনায়ক হলেন?

উত্তর:- রোহিত শর্মা

  1. সম্প্রতি ভারতে কোন রাজ্যে প্রথম লিথিয়ামের খনীর সন্ধান পাওয়া গেল?

উত্তর:- জম্মু ও কাশ্মীর

  1. সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জন্য বিশ্বব্যাংক কত বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে?

উত্তর:- 1.78 বিলিয়ন ডলার।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।