Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 14th August 2023 Current Affairs in Bengali Quiz | 14th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 14th August 2023 Current Affairs in Bengali Quiz | 14th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
14th August 2023 Current Affairs in Bengali Quiz | 14th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সম্প্রতি কোন রাজ্য সরকার “Gruha Lakshmi Scheme” লঞ্চ করেছে?
উত্তর:- তেলেঙ্গানা
2. সম্প্রতি কোথায় ৫৪ ফুট তিরঙ্গা পতাকা উন্মোচন করলো Sashastra Seema Bal (SSB)?
উত্তর:- শিলিগুড়ি
3. “World Badminton Championships 2023” কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর:- ডেনমার্ক
4. সম্প্রতি কোন শহরে “India Startup Festival 2023” শুরু হয়েছে?
উত্তর:- বেঙ্গালুরু
5. সম্প্রতি কেরালা বিধানসভা কেরালার নাম পরিবর্তন করে কী নাম রাখার প্রস্তাব দিয়েছে?
উত্তর:- Keralam
6. “Indian Oil Corporation Limited (IOCL)” -এর চেয়ারম্যান পদে সম্প্রতি কাকে পুনরায় নিযুক্ত হলেন কে?
উত্তর:- শ্রীকান্ত মাধব বৈদ্য
7. সম্প্রতি কোন রাজ্যের ‘রাজৌরি চিকরি উডক্রাফ্ট’ কে জিআই ট্যাগ দেওয়া হয়েছে?
উত্তর:- জম্মু ও কাশ্মীর
8. ইন্টারনেট স্থিতিস্থাপকতা সূচকে ভারতের স্থান কত?
উত্তর:- ষষ্ঠ
9. সম্প্রতি কোন ব্যাঙ্ক ইকো ফ্রেন্ডলি ডেবিট কার্ড চালু করেছে?
উত্তর:- এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক (Airtel Payments Bank).
10. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘গৃহ জ্যোতি প্রকল্প’ চালু করেছে?
উত্তর:- কর্ণাটক।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।