Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 13th September 2022 Current Affairs in Bengali | 13th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th September 2022 Current Affairs in Bengali | 13th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
13th September 2022 Current Affairs in Bengali | 13th সেপ্টেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি PMLA আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োজিত করা হলো?
উত্তর:- প্রধান বিচারপতি মুনীশ্বর নাথ ভান্ডারী
2. ভারতের 16তম অ্যাটর্নি জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- মুকুল রোহতগী
- 3. সম্প্রতি মেঘালয়ের মুখ্যমন্ত্রী সম্প্রতি কোন পোর্টাল লঞ্চ করলেন?
উত্তর:- Residents Safety & Security Portal
- 4. আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদ দিবস উদযাপনের জন্য কোন কর্মসূচি চালু করেছে?
- উত্তর:- 6-সপ্তাহের আয়ুর্বেদ দিবসের কর্মসূচি
- 5. IDF ওয়ার্ল্ড ডেইরি সামিট কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
- উত্তর:- গ্রেটার নয়ডায় ইন্ডিয়া এক্সপো সেন্টার ও মার্ট
- 6. আন্তর্জাতিক প্রোগ্রামার দিবস কবে পালিত হয়?
- উত্তর:- ১৩ই সেপ্টেম্বর
- 7. আন্তর্জাতিক চকোলেট দিবস কবে পালিত হয়?
উত্তর:- ১৩ই সেপ্টেম্বর
8. কোন মেডিকেল ইনস্টিটিউট ক্যান্সার রোগীদের জন্য উচ্চমানের মেশিন স্থাপন করেছে?
উত্তর:- AIIMS ভুবনেশ্বর
9. অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- জোয়াও ম্যানুয়েল গনক্লেভস লরেনকো
10. টাটা গ্রুপ সম্প্রতি কোন কোম্পানির শেয়ার কিনতে উদ্যোগ গ্রহন করেছে?
উত্তর:- বিসলেরি
11. সম্প্রতি নয়ারা এনার্জির চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- প্রসাদ কে পানিকার
12. কোন রাজ্য প্রথমবারের মতো রঞ্জি ট্রফি ম্যাচ আয়োজন করতে চলছে ?
উত্তর:- সিকিম
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।