13th October 2023 Current Affairs in Bengali Quiz | 13th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 13th October 2023 Current Affairs in Bengali Quiz | 12th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th October 2023 Current Affairs in Bengali Quiz | 12th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

13th October 2023 Current Affairs in Bengali Quiz | 13th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন রাজ্যে, সেতু বন্ধন প্রকল্পের অধীনে 118.50 কোটি টাকার 7টি সেতু প্রকল্প অনুমোদিত হয়েছে?

উত্তর:- অরুণাচল প্রদেশ

2. কোন রাজ্য সরকার সম্প্রতি গাঙ্গেয় ডলফিনকে রাষ্ট্রীয় জলজ প্রাণী হিসাবে ঘোষণা করেছে?

উত্তর:- উত্তর প্রদেশ

3. কোন সংস্থা বিশ্বব্যাপী পণ্যদ্রব্য বাণিজ্য বৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করে?

উত্তর:- WTO (World Trade Organisation)

4. কোন দেশের কাবাডি দল 2023 সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে?

উত্তর:- ভারতীয় পুরুষ কাবাডি দল

5. গ্রীন হাইড্রোজেন এবং সাপ্লাই চেইনে ভারত কোন দেশের সাথে MoU স্বাক্ষর করেছে?

উত্তর:- সৌদি আরব

6.  “Nokia” কোম্পানি ভারতে ওয়্যারলেস প্রযুক্তির উন্নতির জন্য অত্যাধুনিক 6G ল্যাব কোন শহরে স্থাপন করেছে?

উত্তর:- বেঙ্গালুরু।

7. ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্সের জাতীয় সভাপতি হিসেবে সম্প্রতি কে দায়িত্ব নিয়েছেন?

উত্তর:- পঙ্কজ বোহরা

8. G20 পার্লামেন্ট স্পিকার্স সামিট (P20) কোথায় অনুষ্ঠিত হতে চলছে?

উত্তর:- নয়াদিল্লি

9. ‘বিশ্ব দৃষ্টি দিবস’ (World Sight Day) কোন দিন পালন করা হয়?

উত্তর:- 12 অক্টোবর

10. 8 তম BRICS প্রতিযোগিতা সম্মেলন 2023 কে উদ্বোধন করলেন?

উত্তর:- অশোক ভূষণ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।