Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 13th October 2022 Current Affairs in Bengali | 13th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th October 2022 Current Affairs in Bengali | 13th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
13th October 2022 Current Affairs in Bengali | 13th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- আন্তর্জাতিক দুর্যোগ হ্রাস দিবস (International Day for Disaster Reduction) কবে পালন করা হয়ে থাকে ?
উত্তর:- ১৩ই অক্টোবর
- সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন ?
উত্তর:- প্রসন্ন ভারালে (Prasanna Varale).
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় মহাকাল লোক করিডর উদ্বোধন করলেন?
উত্তর:- উজ্জয়িনী, মধ্যপ্রদেশ
- সম্প্রতি চেন্নাইয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোন প্রকল্প উদ্বোধন করা হলো?
উত্তর:- আনন্দ করুণা বিদ্যালয়ম (Ananda Karuna Vidhyalayam).
- হাইব্রিড বৈদ্যুতিক যানবাহন টারবাইন প্রযুক্তি বিকাশের জন্য অশোক লেল্যান্ড কোন প্রতিষ্ঠানের সাথে একটি MoU চুক্তি স্বাক্ষর করলো?
উত্তর:- আইআইটি মাদ্রাজ (IIT Madras).
- সম্প্রতি কে যুক্তরাজ্যে আই-দা হিউম্যানয়েড নামক রোবট (Ai-Da humanoid robot) তৈরি করেছেন যা হাউস অফ লর্ডসে ভাষণ দিয়েছে?
উত্তর:- আইডান মিলার (Aidan Miller).
- সম্প্রতি কোন কোম্পানি সব টেলিকন সেবা প্রদানের লাইসেন্স পেল?
উত্তর:- আদানি ডেটা নেটওয়ার্ক (Adani Data Network).
- সম্প্রতি গান্ধী সোসাইটির সহযোগিতায় আদিত্য বিড়লা গ্রুপ দ্বারা নির্মিত গান্ধী যাদুঘরটি কোথায় খোলা হলো?
উত্তর:- নিউ জার্সি, যুক্তরাষ্ট্র (New Jersey, USA).
- সম্প্রতি কে AU Small Finance Bank এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হলেন?
উত্তর:- রাজ বিকাশ ভার্মা (Raj Vikash Verma).
- 37 তম জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর:- গোয়া (Goa)
- নোভাক জোকোভিচ সম্প্রতি কোন শিরোপা জিতলেন?
উত্তর:- আস্তানা ওপেন (Astana Open).
- ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সম্প্রতি কাকে নিয়োজিত করা হলো ?
উত্তর:- অংশুমান গায়কওয়াড় (Anshuman Gaekwad).
❏ 3rd অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here
❏ সেপ্টেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF – Click Here
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।