13th November 2023 Current Affairs in Bengali Quiz | 13th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 13th November 2023 Current Affairs in Bengali Quiz | 13th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th November 2023 Current Affairs in Bengali Quiz | 13th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

13th November 2023 Current Affairs in Bengali Quiz | 13th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “World Kindness Day” কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 13th নভেম্বর

2. কোন প্রতিষ্ঠান কৃত্রিম বৃষ্টির মাধ্যমে দিল্লির বায়ু দূষন কমানোর চেষ্টা করবে?

উত্তর:- IIT Kanpur.

3. ভারতের কোন শহর সম্প্রতি UNESCO কর্তৃক ‘সাহিত্যের শহর’ উপাধি পেয়েছে?

উত্তর:- কেরালার কোঝিকোড়ে

4. সম্প্রতি আন্তর্জাতিক সৌর জোটের (International solar Alliance) নতুন সদস্য হল কোন দেশ?

উত্তর:- চিলি

5. সম্প্রতি “Children’s science festival” -এর উদ্বোধন করলেন কে?

উত্তর:- ডক্টর জিতেন্দ্র সিং

6. ভারতে প্রথমবার “Apple iPhone” লঞ্চ করতে চলছে কোন কোম্পানি?

উত্তর:- Tata

7. “38th National Games 2024” অনুষ্ঠিত হতে চলছে কোন রাজ্যে?

উত্তর:- উত্তরাখণ্ড

8. কোন টেনিস খেলোয়াড় “CFDA Fashion Icon Award” জিতলেন?

উত্তর:- সেরেনা উইলিয়ামস

9. বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবটের CEO -র নাম কী?

উত্তর:- মিকা (Mika)

10. সম্প্রতি কোন রাজ্য সরকার সামুদ্রিক বাস্তুতন্ত্রের সংরক্ষণ করতে ‘Project Dolphin’ নামক প্রকল্প রূপায়ণ করতে চলেছে?

উত্তর:- তামিলনাড়ু।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।