13th November 2022 Current Affairs in Bengali | 13th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 13th November 2022 Current Affairs in Bengali | 13th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th November 2022 Current Affairs in Bengali | 13th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

13th November 2022 Current Affairs in Bengali | 13th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “World Kindness Day” কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 13th নভেম্বর

  1. কোন দুই স্থানের মধ্যে দক্ষিণ ভারতের প্রথম ‘বন্দে ভারত’ ট্রেনের ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

উত্তর:- মাইসুরু-চেন্নাই রুট

  1. সম্প্রতি কোন স্থানে প্রধানমন্ত্রী মোদী নদপ্রভু কেম্পেগৌড়ার 108 ফুট মূর্তি উন্মোচন করলেন?

উত্তরঃ বেঙ্গালুরু

  1. অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সম্প্রতি কাকে নিয়োজিত করা হলো?

উত্তরঃ রমেশ কেজরিওয়াল

  1. সেনা স্ত্রীদের কল্যাণ ও অভিযোগ নিষ্পত্তির জন্য সম্প্রতি কোন একক উইন্ডো সুবিধা চালু করা হলো?

উত্তরঃ বীরাঙ্গনা সেবা কেন্দ্র

  1. ভারতের ১ম সার্বভৌম সবুজ বন্ড ফ্রেমওয়ার্ক কে অনুমোদন করলেন?

উত্তর: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

  1. সম্প্রতি কোন রাজ্য ইন্ডিয়া এগ্রিবিজনেস বেস্ট স্টেট অ্যাওয়ার্ড জিতলো?

উত্তরঃ হরিয়ানা

  1. 11 তম ইন্ডিয়া স্টোনমার্ট আন্তর্জাতিক প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- জয়পুর

  1. ফিট ইন্ডিয়া স্কুল উইক মাসকটস ‘তুফান অ্যান্ড তুফানি’ কে চালু করলেন?

উত্তর:- পিভি সিন্ধু

  1. সুইজারল্যান্ড পর্যটনের ‘ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডর’ হিসেবে কে নিয়োজিত হলেন?

উত্তরঃ নীরজ চোপড়

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।