Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 13th May 2023 Current Affairs for UPSC IAS Exam | 13th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th May 2023 Current Affairs for UPSC IAS Exam | 13th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
13th May 2023 Current Affairs for UPSC IAS Exam | 13th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল থাই নৌবাহিনী কোথায় 35 তম কর্প্যাট অনুশীলন পরিচালনা করেছে?
উত্তর:- আন্দামান সাগর
2. কোন বন্দর 2022-23 সালের জন্য সেরা নিখুঁত পারফরম্যান্সের জন্য পুরস্কার জিতলো?
উত্তর:- দীনদয়াল বন্দর
3. শিশুদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড প্রদানকারী প্রথম রাজ্য কোনটি?
উত্তর:- উত্তর প্রদেশ
4. সম্প্রতি কোন কোম্পানি ICC -এর জন্য বিশ্বব্যাপী স্পনসর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে?
উত্তর:- মাস্টারকার্ড (MasterCard)
5. কোন আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা শান্তিনিকেতনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছে?
উত্তর:- ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস (ICOMOS)
6. কোন দেশ 11 বছর পর আরব লীগে পুনরায় ফিরেছে?
উত্তর:- সিরিয়া
7. সমন্বিত স্বাস্থ্য গবেষণা প্রচারের জন্য আয়ুষ মন্ত্রক কার সাথে চুক্তি করেছে?
উত্তর:- ICMR
8. ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (NIIF) এর অন্তর্বর্তীকালীন MD এবং CEO পদে নিযুক্ত হলেন?
উত্তর:- রাজীব ধর
9. PUMA ইন্ডিয়ার নতুন ব্যবস্থাপনা Managing Director হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- কার্তিক বালাগোপালন
10. কিংবদন্তি ফুটবলার আন্তোনিও কারবাজাল সম্প্রতি মারা গেছেন, তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন?
উত্তর:- মেক্সিকো।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।