13th March 2023 Daily Current Affairs Quiz in Bengali | 13th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 13th March 2023 Daily Current Affairs Quiz in Bengali | 13th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th March 2023 Daily Current Affairs Quiz in Bengali | 13th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

13th March 2023 Daily Current Affairs Quiz in Bengali | 13th মার্চ 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারত গবেষণা, প্রযুক্তি এবং উদ্ভাবন সহযোগিতার বিষয়ে কোন দেশের সাথে একটি MoU স্বাক্ষর করলো?

উত্তর:- মেক্সিকো

  1. সম্প্রতি কোন দেশ 19তম BIMSTEC মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করলো?

উত্তর:- থাইল্যান্ড

  1. সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘TROPEX 2023’ নামক অপারেশন স্তরের মহড়া কোন দেশের সেনাবাহিনী দ্বারা পরিচালিত হলো?

উত্তর:- ভারতীয় সেনাবাহিনী

  1. কেন্দ্র সরকার সম্প্রতি কোন পণ্য কেনার জন্য NAFED, NCCF-কে নির্দেশ দিয়েছে?

উত্তর:- লাল পেঁয়াজ

  1. সম্প্রতি কে 28 তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসাবে দায়িত্ব প্রাপ্ত হলেন?

উত্তর:- SS Dubey.

  1. মেঘালয়ের 11 তম বিধানসভার স্পিকার হিসাবে সম্প্রতি কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন?

উত্তর:- টমাস এ সাংমা (Thomas A. Sangma).

  1. সম্প্রতি অঞ্জুলি জৈনের ইংরেজি কবিতার দ্বিতীয় সংকলন ‘স্পেস’ বইটি কে প্রকাশ করলেন?

উত্তর:- উষা ঠাকুর (Usha Thakur).

  1. কোন দেশ 25 বছরের মধ্যে প্রথমবার মহিলাদের জন্য সামরিক পরিষেবা চালু করেছে?

উত্তর:- কলম্বিয়া

  1. সম্প্রতি ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন?

উত্তর:- ডাঃ মানিক সাহা

  1. সম্প্রতি কোন দেশ ‘অবৈধ অভিবাসন বিল’ চালু করেছে?

উত্তর:- যুক্তরাজ্য।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।