Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 13th July 2023 Current Affairs in Bengali Quiz | 13th July 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th July 2023 Current Affairs in Bengali Quiz | 13th July 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
13th July 2023 Current Affairs in Bengali Quiz | 13th July 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. গ্লোবাল ফায়ারপাওয়ার রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীতে ভারতের স্থান কত?
উত্তর:- চতুর্থ
2. GST কাউন্সিলের 50 তম বৈঠকে ‘অনলাইন গেমিং’-এর উপর কত শতাংশ GST নির্ধারণ করা হয়েছে?
উত্তর:- ২৮%
3. চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের নির্ধারিত তারিখ কবে?
উত্তর:- 14 জুলাই ২০২৩
4. SBI কার্ডের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- অভিজিৎ চক্রবর্তী
5. জেনস স্টলটেনবার্গ টানা তৃতীয়বারের মতো কোন গ্রুপের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- ন্যাটো (NATO)
6. প্রথম ভারতীয় হিসেবে ‘বর্ষের সেরা এশিয়ান অনূর্ধ্ব-20 পুরুষ ক্রীড়াবিদ’ নির্বাচিত হয়েছেন কে?
উত্তর:- সেলভা প্রভু থিরুমারন (Selva Prabhu Thirumaran).
7. কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের 40 কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতেছেন?
উত্তর:- জ্যোৎস্না সবর (Jyotsna Sabar).
8. JIMEX মেরিটাইম এক্সারসাইজ 2023 ভারতের নৌবাহিনী এবং কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে?
উত্তর:- জাপান
9. DGCA কোন রাজ্যের প্রথম ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশনকে স্বীকৃতি দিয়েছে?
উত্তর:- গুজরাট
10. জুন ২০২৩ এর মহিলা বিভাগে ICC ‘Player of the Month’ কে ভূষিত হয়েছেন?
উত্তর:- অ্যাশলে গার্ডনার (Ashleigh Gardner), অস্ট্রেলিয়া।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।