13th January 2023 Current Affairs in Bengali | 13th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 13th January 2023 Current Affairs in Bengali | 13th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th January 2023 Current Affairs in Bengali | 13th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

13th January 2023 Current Affairs in Bengali | 13th জানুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি ‘Jahaan Bandhan, Wahaan Trust’ নামক ক্যাম্পেইন চালু করলো কোন ব্যাঙ্ক?

উত্তর:- Bandhan Bank

  1. প্রথম G-20 Meeting অনুষ্ঠিত হতে চলেছে কোথায়?

উত্তর:- পুদুচেরি

  1. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের উদ্বোধন করলেন?

উত্তর:- উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

  1. সম্প্রতি প্রকাশিত ‘Revolutionaries’ শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- সঞ্জীব সান্যাল। বইটি স্বাধীনতা সংগ্রামের উপর লেখা।

  1. সম্প্রতি প্রকাশিত ‘মুখ্যমন্ত্রীর ডায়রী ১’ শিরোনামে বইটি কে লিখলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

উত্তর:- আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

  1. ‘Voice of Global South Summit 2023’ হোস্ট করতে চলছে কোন দেশ?

উত্তর:- ভারত

  1. প্রথমবার ‘Formula E World Championship Race’ হোস্ট করতে চলছে ভারতের কোন শহর?

উত্তর:- হায়দ্রাবাদ

  1. সম্প্রতি ১০০ দিনের ‘Global City’ ক্যাম্পেইন চালু করলো কোন রাজ্য সরকার?

উত্তর:- উত্তরপ্রদেশ

  1. সম্প্রতি ৮৮ বছর বয়সে প্রয়াত কেশরী নাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?

উত্তর:- পশ্চিমবঙ্গ

  1. ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাঙ্কিং রাজ্যের শিরোপা পেল কোন রাজ্য?

উত্তর:- কেরালা

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।