Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 12th October 2022 Current Affairs in Bengali | 12th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th October 2022 Current Affairs in Bengali | 12th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
![12th October 2022 Current Affairs in Bengali | 12th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 1 Ajjkal](https://edu.bengaliportal.com/wp-content/uploads/2022/05/Ajjkal.gif)
12th October 2022 Current Affairs in Bengali | 12th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “International Day Against DRM” কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 12th অক্টোবর
- চিকিৎসা ও স্বাস্থ্য পরিচর্যায় শ্রেষ্ঠত্বের জন্য সীতারাম জয়পুরিয়া ফাউন্ডেশন পুরস্কার 2022 -এ কাকে সম্মানিত করা হলো?
উত্তর:- ডঃ কৃষ্ণ কুমার (Dr. Krishna Kumar).
- সুজিয়ন এনার্জি (Suzion Energy)-র নতুন চেয়ারম্যান ও MD হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- বিনোদ আর তাঁতী (Vinod R Tanti).
- হকির জন্য “সুলতান জোহর কাপ 2022” কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- মালয়েশিয়া (Malaysia).
- BCCI -এর পরবর্তী সভাপতি কে হতে চলেছেন?
উত্তর:- রজার বিনি (Roger Binny).
- প্রথম কোন ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ (ICC Player of the Month) জিতলেন?
উত্তর:- হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur).
- কোন শীর্ষস্থানীয় শিক্ষাবিদ যিনি বিকল্প চিকিৎসার জন্য UAE পুরস্কার জিতলেন?
উত্তর:- ওয়াজাহাত হোসেন (Wazahat Husain).
- ফিফা অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ 2022 -এ, ভারত কোন দেশের বিরুদ্ধে তার উদ্বোধনী ম্যাচ খেলতে চলছে ?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র
- ‘এডুকেশন 4.0 ইন্ডিয়া রিপোর্ট’ (Education 4.0 India Report) কোন প্রতিষ্ঠান লঞ্চ করলো ?
উত্তর:- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (World Economic Forum).
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের CEO হিসাবে কাকে নিয়োজিত করা হলো ?
উত্তর:- মোহিত ভাটিয়া (Mohit Bhatia)
- সম্প্রতি প্রয়াত হলেন পদ্মশ্রী প্রাপ্ত ডঃ টেমসুলা আও – তিনি কে ছিলেন?
উত্তর:- প্রখ্যাত নাগা লেখক এবং শিক্ষাবিদ
- কোন কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য কনসেপ্ট নোট চালু করলো ?
উত্তর:- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India).
❏ 11th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here
❏ সেপ্টেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF – Click Here
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।