12th May 2023 WBPSC Food SI Current Affairs | 12th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 12th May 2023 WBPSC Food SI Current Affairs | 12th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th May 2023 WBPSC Food SI Current Affairs | 12th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

12th May 2023 WBPSC Food SI Current Affairs | 12th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক নার্স দিবস” (International Nurses Day) কোন দিন পালন করা হয়ে থাকে?

উত্তর:- 12th মে

2. সম্প্রতি উদ্বোধন করা ডাউকি স্থলবন্দরটি (Dawki landport) ভারত এবং কোন দেশের মধ্যে অবস্থিত?

উত্তর:- বাংলাদেশ

3. সম্প্রতি কোন ভারতীয় নৌ জাহাজ 36 বছরের পরিষেবার পরে বাতিল করা হলো?

উত্তর:- INS Magar.

4. কোন দেশ ‘মেশিন ক্যান সি 2023 সামিট’ (Machines Can See 2023 Summit) আয়োজন করেছে?

উত্তর:- UAE (United Arab Emirates).

5. ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট (BIS) এর সাথে কোন প্রতিষ্ঠান ‘G20 TechSprint’ চালু করেছে?

উত্তর:- RBI (Reserv Bank of India).

6. কোন প্রতিষ্ঠান ‘এগ্রিকালচার অ্যান্ড মার্কেট ইনফরমেশন সিস্টেম (AMIS)’ লঞ্চ করেছে?

উত্তর:- FAO (Food and Agriculture Organization)

7. “জাতীয় প্রযুক্তি দিবস” (National Technology Day) কবে পালিত হয়?

উত্তর:- 11th মে।

8. সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত ব্যক্তিত্ব রাজীব লুথরা, তিনি কে ছিলেন?

উত্তর:- কর্পোরেট আইনজীবী (Corporate Lawyer)

9. 6th ভারত মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর:- ঢাকা

10. কোন ভারতীয় খেলোয়াড় 2023 সালের ISSF বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জিতেছেন?

উত্তর:- Rhythm Sangwan.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।