Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 12th July 2023 Current Affairs in Bengali Quiz | 12th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th July 2023 Current Affairs in Bengali Quiz | 12th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
12th July 2023 Current Affairs in Bengali Quiz | 12th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘অন্ত্যোদয় শ্রমিক সুরক্ষা যোজনা’ -এর পাইলট প্রজেক্ট চালু করেছেন?
উত্তর:- গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
2. ‘একলব্য’ নামে একটি অগ্রগামী একাডেমিক উদ্যোগ চালু করেছে কোন ইউনিভার্সিটি?
উত্তর:- ন্যাশনাল ল ইউনিভার্সিটি (NLU), দিল্লি।
3. গোল্ডম্যান শ্যাক্স রিপোর্ট অনুযায়ী কত সালের মধ্যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে?
উত্তর:- 2075 সালের মধ্যে।
4. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘World Investment Report 2023’ প্রকাশ করেছে?
উত্তর:- UNCTAD
5. ‘গুইলেন-বারে সিনড্রোম’ নামক স্নায়বিক ব্যাধির কারণে কোন দেশে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে?
উত্তর:- পেরু
6. বিশ্ব শুটিং প্যারা স্পোর্টস বিশ্বকাপে কোন খেলোয়াড় স্বর্ণপদক জিতেছে?
উত্তর:- রুদ্রাংশ খান্ডেলওয়াল (Rudransh Khandelwal).
7. ভারত কোন দেশের সাথে রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করেছে?
উত্তর:- বাংলাদেশ
8. ভগবান হনুমানকে কোন চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক মাসকট হিসেবে ঘোষণা করা হয়েছে?
উত্তর:- এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (Asian Athletics Championship).
9. এশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশন কর্তৃক ‘সেরা সদস্য ফেডারেশন’ পুরস্কারে কে সম্মানিত হয়েছেন?
উত্তর:- ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন
10. সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (OCA) এর সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- কুয়েতের শেখ তালাল।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।