11th October 2022 Current Affairs in Bengali | 11th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 11th October 2022 Current Affairs in Bengali | 11th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th October 2022 Current Affairs in Bengali | 11th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Ajjkal

11th October 2022 Current Affairs in Bengali | 11th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “International Newspaper Carrier Day” কবে পালন করা হয়ে থাকে?

উত্তর:- 11th অক্টোবর

  1. ভারতের কোন সশস্ত্র বাহিনীর অফিসারদের প্রথমবার অস্ত্র ব্যবস্থা শাখা অনুমোদন করা হলো?

উত্তর:- ভারতীয় বিমান বাহিনী (Indian Air Force).

  1. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর স্টার্টআপস (CGSS)’ এর সাথে যুক্ত হয়েছে ?

উত্তর:- বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (Ministry of Commerce and Industry).

  1. ইউনিসেফের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশে 1 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে?

উত্তর:- মায়ানমার

  1. কোন গ্রামকে ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে?

উত্তর: গুজরাটের মোদেহরা গ্রাম

  1. মেক্সিকোতে UNESCO-MONDIACULT 2022-এ ভারতীয় প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন কে?

উত্তর:- অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal).

  1. Walkaroo -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তরঃ অজয় ​​দেবগন (Ajay Devgn).

  1. সূর্যের রহস্য উদঘাটনের জন্য সম্প্রতি Kafau-I স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন দেশ?

উত্তর:- চীন

  1. সম্প্রতি প্রয়াত হওয়া মুলায়ম সিং যাদব কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন?

উত্তর:- উত্তর প্রদেশ

  1. মেড-ইন-ইন্ডিয়া ড্রোন ‘দ্রোনি’ (Droni) কোন কোম্পানি লঞ্চ করলো ?

উত্তর:- Garuda Aerospace

  1. অর্থনীতিতে 2022 সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কোন বিষয়ে গবেষণার জন্য?

উত্তর:- ব্যাংক এবং আর্থিক সংকটের উপর গবেষণা। (বেন এস বার্নাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবভিগ অর্থনীতিতে 2022 সালের নোবেল পুরস্কার পেয়েছেন)।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।