Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 11th May 2023 Current Affairs Quiz UPSC IAS Exam. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th May 2023 Current Affairs Quiz UPSC IAS Exam | 11th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
11th May 2023 Current Affairs Quiz UPSC IAS Exam | 11th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. 2023 সালের “লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার” পুরস্কার কে জিতেছেন?
উত্তর:- লিওনেল মেসি (Lionel Messi).
2. কোন মন্ত্রণালয় লার্নিং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ‘সক্ষম’ (Saksham) চালু করেছে?
উত্তর:- স্বাস্থ্য মন্ত্রণালয় (Ministry of Health).
3. সম্প্রতি কোন রাজ্য সরকার “ইন্দিরা গান্ধী মহিলা সম্মান নিধি” প্রকল্প চালু করেছে?
উত্তর:- হিমাচল প্রদেশ
4. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাঙ্কের উপর 1.73 কোটি টাকা জরিমানা আরোপ করেছে?
উত্তর:- HSBC ব্যাঙ্ক
5. সম্প্রতি কোন রাজ্য সরকার “রোবটিক্স ফ্রেমওয়ার্ক” নামে একটি নতুন নীতি চালু করেছে?
উত্তর:- তেলেঙ্গানা
6. ভারত অপরিহার্য আমদানির জন্য কোন দেশকে এক বিলিয়ন ডলারের ক্রেডিট লাইন প্রদান করেছে?
উত্তর:- শ্রীলঙ্কা
7. সংস্কৃতি মন্ত্রনালয় এবং MyGov কোন নামে একটি গানের প্রতিভা অন্বেষণ শুরু করেছে?
উত্তর:- যুব প্রতিভা (Yuva Pratibha).
8. কোন দেশ ‘পিটার্সবার্গ জলবায়ু সংলাপ’ আয়োজন করেছে?
উত্তর:- জার্মানি
9. সম্প্রতি কোন সরকার ”সংখ্যালঘু বিষয়ক অধিদপ্তর” (Directorate of Minority Affairs) স্থাপন করেছে?
উত্তর:- নাগাল্যান্ড
10. সম্প্রতি কোন রাজ্য সরকার একটি নিবেদিত ‘পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন’ স্থাপন করেছে?
উত্তর:- মহারাষ্ট্র।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।