11th January 2024 Current Affairs in Bengali Quiz | 11th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 11th January 2024 Current Affairs in Bengali Quiz | 11th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th January 2024 Current Affairs in Bengali Quiz | 11th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

11th January 2024 Current Affairs in Bengali Quiz | 11th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. কোন দেশ 2024 সালের জুলাইয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করতে চলছে?

উওর:- ভারত

2. মহম্মদ শামি সহ কতজন খেলোয়াড় অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন?

উওর:- 26 জন

3. ভারতের কোন রাজ্যের ‘কাদিয়াল শাড়ি’ সম্প্রতি জিআই ট্যাগ তকমা পেল? (Kadiyal Sarees).

উওর:- পশ্চিমবঙ্গ

4. ভারতীয় নৌবাহিনীর উপপ্রধান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উওর:- দীনেশ কে ত্রিপাঠী (Dinesh K Tripathi).

5. ভারতের কোন শহরে ই-গভর্নেন্স বিষয়ক দুই দিনব্যাপী আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হলো?

উওর:- গুয়াহাটি

6. সম্প্রতি ভারতের কোন রাজ্যে ‘কলেজ ফাগথানসি মিশন’ শুরু হয়েছে? (College Phagthansi Mission)

উওর:- মণিপুর

7. সম্প্রতি ভারতের কোন রাজ্যে চান্দুবি মহোৎসব পালিত হলো?

উওর:- আসাম

8. ‘ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি’-এর Managing Director হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উওর:- পি সন্তোষ (P Santosh).

9. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন সম্প্রতি পদত্যাগ করেছেন?

উওর:- ফ্রান্স

10. সম্প্রতি সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে?

উওর:- বিচারপতি বিআর গাভাই (Justice BR Gavai).

-ঃআরও পড়ুনঃ-

10th জানুয়ারী 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।