11th February 2023 Current Affairs in Bengali | 11th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 11th February 2023 Current Affairs in Bengali | 11th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th February 2023 Current Affairs in Bengali | 11th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

11th February 2023 Current Affairs in Bengali | 11th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. সম্প্রতি কোথায় শুরু হয়েছে 36তম সুরাজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা?

উত্তর:- ফরিদাবাদ

  1. প্রধানমন্ত্রীর Economic Advisory Council-এর মেম্বার হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

উত্তর:- শমিকা রবি

  1. সম্প্রতি ফুটবল থেকে অবসর ঘোষণাকারী Raphael Varane কোন দেশের খেলোয়াড়?

উত্তর:- ফ্রান্স

  1. সম্প্রতি, কোথায় এশিয়ার বৃহত্তম হেলিকাপ্টার কারখানা -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

উত্তর:- কর্ণাটকের তুমাকুরু

  1. সম্প্রতি তৃতীয় বার গ্র্যামী অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞ?

উত্তর:- রিকি কেজ

  1. সম্প্রতি “Mahindra Finance” -এর MD এবং CEO হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- Jotish Berol

  1. সম্প্রতি কোন মন্ত্রক “Yuva Sangam Portal” লঞ্চ করলো?

উত্তর:- Ministry of Education

  1. “Golden Book Awards 2023” দ্বারা কে সম্মানিত হলেন?

উত্তর:- রাখি কাপুর

  1. সম্প্রতি “Ladies European Tour” টাইটেল জিতলেন ভারতের কোন গল্ফ খেলোয়াড়?

উত্তর:- অদিতি অশোক

  1. সম্প্রতি “National Ice Hockey Championship 2023” জিতলো কোন টিম?

উত্তর:- ITBP (Indo-Tibetan Border Police).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।