10th September 2023 Current Affairs in Bengali Quiz | 10th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 10th September 2023 Current Affairs in Bengali Quiz | 10th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th September 2023 Current Affairs in Bengali Quiz | 10th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

10th September 2023 Current Affairs in Bengali Quiz | 10th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. চন্দ্রযান-২ এর ল্যান্ডার যেখানে ভেঙে পড়েছিল, সেই স্থানের সম্প্রতি কী নামকরণ করা হয়েছে?

উত্তর:- তিরঙ্গা পয়েন্ট

2. সম্প্রতি কোথায় “Yousta” নামে প্রথম ফ্যাশন স্টোর খুলেছে Reliance Retail?

উত্তর:- হায়দ্রাবাদ

3. সম্প্রতি Indian Oil কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োজিত করা হয়েছে?

উত্তর:- সঞ্জীব কাপুর

4. সম্প্রতি কোন রাজ্যে মহিলাদের জন্য গৃহ লক্ষ্মী প্রকল্প চালু হয়েছে?

উত্তর:- কর্ণাটক

5. Swaraj Tractors কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- এম.এস. ধোনি

6. কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন Director এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- দীপক গুপ্ত (Deepak Gupta)

7. ভারতের প্রথম সৌর নগরীর তকমা পেল কোনটি?

উত্তর:- সাঁচি (Sanchi)

8. ভারতের প্রথম UPI ATM কোন পেমেন্ট পরিষেবা চালু করেছে?

উত্তর:- হিটাচি পেমেন্ট সার্ভিসেস (Hitachi Payment Services).

9. NASSCOM -এর নতুন চেয়ারপারসন হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- রাজেশ নাম্বিয়ার

10. আকাশবাণীর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- ড. বসুধা গুপ্ত।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।