Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 10th October 2022 Current Affairs in Bengali | 10th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th October 2022 Current Affairs in Bengali | 10th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
10th October 2022 Current Affairs in Bengali | 10th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস” (World Mental Health Day) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 10th অক্টোবর
- “World Porridge Day” কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 10th অক্টোবর
- সম্প্রতি Gulf Oil কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োজিত করা হলো মহিলা ক্রিকেটারকে?
উত্তর:- স্মৃতি মন্ধনা
- সম্প্রতি “Walkaroo International Ltd.” -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োজিত করা হলো?
উত্তর:- অজয় দেবগন
- সম্প্রতি Yes Bank -র MD এবং CEO পদে কে নিযুক্ত হলেন?
উত্তর:- প্রশান্ত কুমার (Prashant Kumar).
6.ভারতে প্রথম কোন রাজ্যে প্রতিটি জেলায় কমপক্ষে ৭৫টি অমৃত সরোবর তৈরি করলো ?
উত্তর:- জম্মু-কাশ্মীর
- সম্প্রতি গিনেস বুকে অন্তর্ভুক্ত হওয়া ১৩৬ ফুট লম্বা দুর্গা পূজা প্যান্ডেল কোন স্থানের?
উত্তর:- লখনৌ
- বাল্যবিবাহের নিরিখে ভারতে সবচেয়ে সবচেয়ে শীর্ষ স্থানে আছে কোন কোন রাজ্য?
উত্তর:- পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড
- সম্প্রতি “Ultraman India” পুরষ্কার জিতলেন কোন লেফটেন্যান্ট কর্নেল?
উত্তর:- লেফটেন্যান্ট কর্নেল স্বরূপ সিং কুন্তল
- সম্প্রতি কোন দেশে Rupay Debit Card চালু করার জন্য MoU চুক্তি স্বাক্ষর করলো ভারত?
উত্তর:- ওমান
- সম্প্রতি “FIH Men’s Goalkeeper of the Year” সম্মান পেলেন কে?
উত্তর:- পি.আর. শ্রীজেশ
- 2029 সালে অনুষ্ঠিত হতে চলা “Asian Winter Games” হোস্ট করতে চলছে কোন দেশ?
উত্তর:- সৌদি আরব
❏ 9th অক্টোবর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here
❏ সেপ্টেম্বর ২০২২ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF – Click Here
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।