10th November 2023 Current Affairs in Bengali Quiz | 10th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 10th November 2023 Current Affairs in Bengali Quiz | 10th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th November 2023 Current Affairs in Bengali Quiz | 10th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

10th November 2023 Current Affairs in Bengali Quiz | 10th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব কেরাটোকোনাস দিবস” (World Keratoconus Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 10th নভেম্বর

2. সম্প্রতি কোন ইউনিভার্সিটি নিজস্ব স্যাটেলাইট লঞ্চ করতে চলছে?

উত্তর:- আলীগড় মুসলিম ইউনিভার্সিটি।

3. 2023 সালে অক্টোবর মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত?

উত্তর:- ১.৭২ লক্ষ কোটি টাকা

4. সম্প্রতি “Tata Power Renewable Energy” -এর CEO এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- দীপেশ নন্দ

5. সম্প্রতি প্রকাশিত “Global Housing Price Rise Index 2023” -এ ভারতের কোন শহর চতুর্থ স্থানে রয়েছে?

উত্তর:- মুম্বাই

6. সম্প্রতি প্রকাশিত “Hurun India Philanthropy List 2023” -এ প্রথম স্থান অধিকার করেছেন কে?

উত্তর:- শিব নাদার

7. ক্রিকেট বিশ্ব কাপের ইতিহাসে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন কোন বোলার? 

উত্তর:- মহম্মদ শামী

8. সম্প্রতি “Kerala Jyothi Award” পেলেন কে?

উত্তর:- টি. পদ্মনাভান

9. সম্প্রতি “Armed Forces Tribunal” -এর চেয়ারম্যান পদে সম্প্রতি কাকে পুনরায় নিযুক্ত করা হলো?

উত্তর:- রাজেন্দ্র মেনন

10. সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু পারমাণবিক গবেষণা চুল্লি কোথায় স্থাপন করা হলো?

উত্তর:- বলিভিয়া।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।