10th June 2023 Current Affairs in Bengali Quiz | 10th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 10th June 2023 Current Affairs in Bengali Quiz | 10th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th June 2023 Current Affairs in Bengali Quiz | 10th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

10th June 2023 Current Affairs in Bengali Quiz | 10th জুন 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

1. সাম্প্রতিক তথ্য অনুসারে ভারতের কোন রাজ্য দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- উত্তরপ্রদেশ

2. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘Antardrishti’ (অন্তরদৃষ্টি) ড্যাশবোর্ড চালু করেছে?

উত্তর:- Reserve Bank of India (RBI).

3. সম্প্রতি কোন দেশ হেলিকপ্টারের জন্য এশিয়ার প্রথম কর্মক্ষমতা-ভিত্তিক নেভিগেশন প্রদর্শন করেছে?

উত্তর:- ভারত

4. সুরিনামের সর্বোচ্চ নাগরিক সম্মান “The Grand Order of the Chain of the Yellow Star” দ্বারা কে সম্মানিত হলেন?

উত্তর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

5. সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) -এর নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- অমরেন্দু প্রকাশ

6. সম্প্রতি অনুষ্ঠিত তৃতীয় ‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম’ কোন বিশ্ববিদ্যালয় জয় লাভ করেছে?

উত্তর:- পাঞ্জাব বিশ্ববিদ্যালয়

7. কোন দেশ “Exercise Ekatha” -এর ষষ্ঠ সংস্করণ আয়োজন করতে চলছে?

উত্তর:- মালদ্বীপ

8. প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম ভারতের কোন রাজ্যে গড়ে তোলা হচ্ছে?

উত্তর:- মহারাষ্ট্রের থানে

9. সম্প্রতি কোন দেশ ‘প্রসূতি ফিস্টুলা কৌশলগত পরিকল্পনা’ উন্মোচন করেছে?

উত্তর:- জাম্বিয়া

10. সম্প্রতি প্রকাশিত “Kathakali Dance Theatre: A Visual Narrative of Sacred Indian Mime” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- কে.কে. গোপালাকৃষ্ণন।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।