Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 10th February 2023 Current Affairs in Bengali | 10th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th February 2023 Current Affairs in Bengali | 10th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
10th February 2023 Current Affairs in Bengali | 10th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- FORTUNE ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানির তালিকায় কোন কোম্পানি প্রথম স্থান পেয়েছে?
উত্তর:- TATA কনসালটেন্সি সার্ভিসেস (TATA Consultancy Services).
- সম্প্রতি মহারাষ্ট্রের জাতীয় সংগীত হিসেবে ঘোষণা ক্রা ‘জয় জয় মহারাষ্ট্র মাঝা’ গানটি গাওয়ার সময়সীমা কত?
উত্তর:- 1.41 মিনিট
- সম্প্রতি ‘অস্ট্রেলিয়ান ওপেন 2023’ এর পুরুষদের একক শিরোপা কে জিতলেন?
উত্তর:- নোভাক জোকোভিচ
- সম্প্রতি কে ভিজিট ইন্ডিয়া ইয়ার 2023 পোগ্রাম চালু করেছে?
উত্তর:- জি কিষাণ রেড্ডি
- সম্প্রতি ‘দ্য পালস কনক্লেভ 2023’ কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- মুম্বাই
- সম্প্রতি প্রয়াত হয়েছেন বিদ্যাসাগর রেড্ডি, তিনি কে ছিলেন?
উত্তর:- চলচ্চিত্র পরিচালক
- সম্প্রতি কোন শহরে ‘G20 এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ’ -এর সভা অনুষ্ঠিত হলো?
উত্তর:- যোধপুর
- সম্প্রতি সুপ্রিম কোর্টের ৭৩ তম বার্ষিকীতে কোন দেশের প্রধান বিচারপতি ভাষণ দেবেন?
উত্তর:- সিঙ্গাপুর
- সম্প্রতি কোন শহর গ্লোবাল এনার্জি সামিট আয়োজন করতে চলছে?
উত্তর:- বেঙ্গালুরু
- সম্প্রতি FAME স্কিমের অধীনে বৈদ্যুতিক গাড়ি বিক্রির শীর্ষে স্থান পেয়েছে কোন রাজ্য?
উত্তর:- মহারাষ্ট্র
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।