10th December 2023 Current Affairs in Bengali Quiz | 10th ডিসেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 10th December 2023 Current Affairs in Bengali Quiz | 10th ডিসেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 10th December 2023 Current Affairs in Bengali Quiz | 10th ডিসেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

10th December 2023 Current Affairs in Bengali Quiz | 10th ডিসেম্বর দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক মানবাধিকার দিবস” (International Human Rights Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 10th ডিসেম্বর

2. সম্প্রতি ‘জয়পুর মোম জাদুঘরে’ কার মূর্তি উন্মোচন করা হয়েছে?

উত্তর:- ডাঃ বি.আর. আম্বেদকর (Dr. B.R. Ambedkar).

3. সম্প্রতি মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী পদে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- লালদুহোমা (Lalduhoma)

4. সম্প্রতি উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টর সামিট কে উদ্বোধন করলেন?

উত্তর:- নরেন্দ্র মোদী

5. সম্প্রতি কোন সংস্থা ভারতের ‘কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইনডেক্স’ প্রকাশ করেছে?

উত্তর:- নীতি আয়োগ (NITI Aayog).

6. সম্প্রতি Google অ্যালফাবেট কোন উন্নত AI মডেল চালু করেছে?

উত্তর:- Gemini.

7. সাম্প্রতিক তথ্য অনুযায়ী RBI টানা 5ম বার রেপো রেট কত হারে বজায় রেখেছে?

উত্তর:- 6.50%

8. সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন কেন্দ্রীয় মন্ত্রীকে কৃষি মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন?

উত্তর:- অর্জুন মুন্ডা (Arjun Munda).

9. সম্প্রতি ৫৭ বছর বয়সে প্রয়াত হলেন ‘Dinesh Phadnis’ তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন?

উত্তর:- অভিনেতা। তিনি বিখ্যাত CID এপিসোডে ফ্রেডেরিকের ভূমিকায় অভিনয় করতেন।

10. সম্প্রতি কোন তীরন্দাজ ‘2023 বেস্ট ইয়াং অ্যাথেলিট’ অ্যাওয়ার্ড জিতলেন?

উত্তর:- শীতল দেবী।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।